ছুটি সংক্রান্ত তথ্যাবলী

বীরগ্রুপ হোল্ডিংস্‌ এর সকল কর্মকর্তা/ কর্মচারীর অবগতির জন্য জানানো হলো যে, অদ্য ২৬/১১/২০২২ ইং তারিখ হতে কোন কর্মকর্তা/কর্মচারী/ফ্যাক্টরীর কর্মকর্তা/শ্রমিক গণের অবগতির জন্য জানানো হলো যে, যে সকল কর্মকর্তা / কর্মচারী ছুটিতে গমন করবেন তাদের সকলকে বিভাগীয় প্রধান এবং মানব সম্পদ বিভাগ হতে ছুটির ব্যলেন্স পূরন পূর্বক ছুটিতে যাবেন। ছুটির ফর্ম পূরণ করা ব্যাতীত কোন ছুটি গ্রহনযোগ্য হবে না।

কর্মকর্তা/ কর্মচারীর ছুটি না থাকার কারনে অনুপস্থিতে অথবা ছুটির ফর্ম না থাকায় স্যালারী কর্তন হলে মানব সম্পদ বিভাগ কোন দায়ভার বহন করবেন না।

অতএব সংশ্লিষ্ট সকলকে ছুটিতে যাওয়ার পূর্বে ছুটি অনুমোদন করে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। জরুরী প্রয়োজনে ছুটি গ্রহণ করলে অফিসে যোগদান করে ৩ কর্মদিবসের মধ্যে ছুটির ফর্ম জমা প্রদান করবেন।

উক্ত বিষয়টি সকলকে মেনে চলার জন্য অনুরোধক্রমে নির্দেশ প্রদান করা হলো।

বীর গ্রুপ হোল্ডিংস্‌ এর পক্ষে,

মোঃ রোমানুজ্জামান সোহেল

ডেপুটি জেনারেল ম্যানেজার

মানব সম্পদ ও প্রশাসন বিভাগ।